তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ( Chapter 3 )

Chapter 3

1.সংখ্যা পদ্ধতি কাকে বলে ?

উত্তরঃ নির্দিষ্ট প্রতীক বা চিহ্ন দ্বারা কোনো সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি(Number system) বলে।
অথবা,
বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন ব্যবহার করে সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয় |

2. সংখ্যা পদ্ধতি কত প্রকার ?

উত্তরঃ সংখ্যা পদ্ধতির দুই প্রকার যথাঃ
ক) পজিশনাল ।
খ) নন- পজিশনাল ।

ক) পজিশনালঃ যে সংখ্যার পদ্ধতিতে মৌলিক চিহ্ন, বেস বা ভিত্তি এবং উহার স্থানীয় মান থাকে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে ।
খ) নন- পজিশনালঃ যে পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহিত চিহ্ন বা বেজ নাই তাকে নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে
যেমনঃ হায়ারগ্লিফিক্স , মিসরীয় সংখ্যা ।

3. পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার ?

পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার চার (৪) ধরনেরঃ
১) বাইনারি= যে সংখ্যা পদ্ধতিতে ০ এবং ১ দুটি ব্যবহার করা যায় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে । এর বেজ ২ ।
২) অকট্যাল = যে সংখ্যা পদ্ধতিতে (০,১,২,৩,৪,৫,৬,৭) ৮টি সংখ্যা ব্যবহার করা যায় তাকে অকট্যাল সংখ্যা পদ্ধতি বলে । এর বেজ ৮।
৩) ডেসিমাল বা দশমিক = যে সংখ্যা পদ্ধতিতে (০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯) ১০টি সংখ্যা ব্যবহার করা যায় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে ।এর বেজ ১০ ।
৪) হেক্সাডেসিমাল = যে সংখ্যা পদ্ধতিতে (০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯,A,B,C,D,E,F) ১৬টি সংখ্যা ব্যবহার করা যায় তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। এর বেজ ১৬ ।


No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.