অর্থনীতি

১. অভাব কি ?

উত্তরঃ বস্তুগত , অবস্তুগত দ্রব্য পাওয়ার আকাঙ্খাকে অভাব বলে ।


২. অসীম অভাব কি ?

উত্তরঃসংখ্যাধিক্য আকাঙ্খাকে অসীম অভাব বলে ।


৩. সীমিত সম্পদ কাকে বলে ?

উত্তরঃনির্দিষ্ট পরিমান সম্পদকে সীমিত সম্পদ বলে ।


৪.দুষ্প্রাপ্যতা কাকে বলে ?

উত্তরঃ অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে দুষ্প্রাপ্যতা বলে ।


৫. অর্থনীতিতে নির্বাচন কাকে বলে ?

উত্তরঃ অগণিত অভাবের মধ্যে থেকে কিছু সংখক অভাব গুরুত্ব অনুসারে বাছাই করাকে নির্বাচন বলে ।





No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.